ব্যাকলিংক কি? Backlink সম্পর্কে জেনে নিন বিস্তারিত
একটি ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে র্যাংক করানোর জন্য Backlink এর গুরুত্ব অপরসীম। সার্চ ইঞ্জিনে যতগুলো র্যাংকিং ফ্যাক্টর আছে তারমধ্যে সবচেয়ে পাওয়ারফুল ফ্যাক্টর হচ্ছে এই ব্যাকলিংক।
ব্যাংকলিংক হচ্ছে অন্য একটি ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইট এর কানেকশন করা। যখন অন্য কোন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিংক দেয় তখন আপনার ওয়েবসাইটের জন্য সেটা একটি ব্যাকলিংক। আপনি যদি গুগল সার্চ ইঞ্জিন সহ আরো অন্যন্য সার্চ ইঞ্জিন থেকে আপনার সাইটে ভিজিটর পেতে চান তাহলে আপনার জন্য Backlink এর গুরুত্ব অনেক বেশি।
আপনি যদি আপনার ওয়েবসাইট বা ওয়েবসাইটের যেকোন পেইজকে Google Search ইঞ্জিনের সার্চ লিস্টের টপ পজিশনে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার সাইট বা কন্টেন্ট এর ব্যাকলিংক করার দরকার পড়বে।
আমার পরিচিত অনেকেই আছেন, যারা মানুষকে শুধুমাত্র Backlink Service প্রদান করে প্রতি মাসে .২০-৭০ হাজার টাকা ইনকাম করে আসতেছে। কারন সবাই চায় তার ওয়েবসাইটটি যেন গুগলের সার্চ লিস্টের টপ পজিশনে থাকে।
আপনার ওয়েবসাইটটি যত বেশি Backlink পাবে আপনার ওয়েবসাইটের Domain Authority তত বেশি হবে। একটি ওয়েবসাইটের Domain Authority যত বেশি হবে ওই ওয়েবসাইট/ ওয়েবসাইটের কন্টেন্ট গুগলে র্যাংক করার সম্ভাবনা তত বেশি থাকে। মনে রাখবেন, ব্লগিংকে সফালতা পেতে চাইলে অবশ্যই Search Engine থেকে ভালো পরিমান ভিজিটর সাইটে আসতে হবে।
ব্যাকলিংক (Backlink) কেন দরকার?
সাধারনত একটি ওয়েবসাইট বা ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের টপ পজিশনে আনার জন্য ব্যাকলিংক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। মোট তিনটি কারনে একটি ওয়েবসাইটে ব্যাকলিংক এর দরকার পরে।
- ডোমেইন অথোরিটি (Domain Authority) বৃদ্ধি করা
- সার্চ ইঞ্জিনে র্যাংক করানো
- সাইটে ভিজিটরের সংখা বৃদ্ধি করানো
ডোমেইন অথোরিটি (Domain Authority) হচ্ছে একটি ওয়েবসাইটের ডোমেইন এর ভ্যালো বাড়ানো। যার ফলে গুগল সহ অন্যন্য সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি গ্রহনযোগ্যতা বৃদ্ধি করা।
যখনই Search Engine এ আপনার সাইটের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাবে তখনই আপনার ওয়েবসাইট ও ওয়েবসাইটের কন্টেন্ট গুগলসহ আরো অন্যন্য সার্চ ইঞ্জিনে র্যাংক করার সম্ভাবনা থাকবে।
আপনার ওয়েবসাইটটি গুগলে র্যাংক করলেই আপনার সাইটের অর্গানিক ভিজিটরের সংখ্যা প্রচুর বৃদ্ধি পাবে।